নিউরোপ্যাথিক ব্যথা ব্যবস্থাপনায় গ্যাবাপেন্টিনয়েডের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রফেসর কামরুল ইসলাম সেমিনার হলে আজ ‘নিউরোপ্যাথিক ব্যথা ব্যবস্থাপনায় গ্যাবাপেনটিনয়েডস-এর ভূমিকা’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান সেমিনারে সভাপতিত্ব করেন।

সেমিনারে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর সভাপতি প্রফেসর ডা. মো. তাসলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. এমএকে আজাদ বিশেষ অতিথি হিসেবে এতে যোগ দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. ইমামুর রশিদ এবং স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে নতুন ফিজিয়াট্রিস্ট (এফসিপিএস ও এমডি) এবং নবনিযুক্ত সহযোগী অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়।

এ ছাড়া বিভাগের কার্যক্রম ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বিভাগের ভূমিকা তুলে ধরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতাু২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত
চলতি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ৯.৬ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন
ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
স্থায়ী যুদ্ধবিরতির বল ‘আফগান তালেবানের কোর্টে’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
মাদাগাস্কারের প্রেসিডেন্টকেকে পালিয়ে যেতে সহায়তা, ক্ষমতা দখল করলো যে কর্নেল
১০