নিউরোপ্যাথিক ব্যথা ব্যবস্থাপনায় গ্যাবাপেন্টিনয়েডের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রফেসর কামরুল ইসলাম সেমিনার হলে আজ ‘নিউরোপ্যাথিক ব্যথা ব্যবস্থাপনায় গ্যাবাপেনটিনয়েডস-এর ভূমিকা’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান সেমিনারে সভাপতিত্ব করেন।

সেমিনারে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর সভাপতি প্রফেসর ডা. মো. তাসলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. এমএকে আজাদ বিশেষ অতিথি হিসেবে এতে যোগ দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. ইমামুর রশিদ এবং স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে নতুন ফিজিয়াট্রিস্ট (এফসিপিএস ও এমডি) এবং নবনিযুক্ত সহযোগী অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়।

এ ছাড়া বিভাগের কার্যক্রম ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বিভাগের ভূমিকা তুলে ধরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০