ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৮২ জন হাসপাতালে

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩৮ হাজার ৯৪৮ জন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন রয়েছে।
    
গত ২৪ ঘণ্টায় ৪২১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৯৪৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
  
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৯৪৮ জন। যার মধ্যে ৬০ দশকি ৩ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৭ শতাংশ নারী।
 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গুতে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জাফরুল আযম জুয়াবের সভাপতি নির্বাচিত
চাঁদপুরে শেষ সময়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা, ২২৪ টি মন্ডপে এবার দুর্গাপূজা
রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৪ : গভর্নর
বিএনপির লক্ষ্য আগামী নির্বাচনে জয়লাভ করা : এ্যানি
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল কাল শুরু
নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে : মিনু
কুষ্টিয়ায় বজ্রপাতে দু’জনের মৃত্যু 
অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ডে টগর
তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য : ফয়েজ আহমদ তৈয়্যব
বির্তককে সঙ্গী করে কাল সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান
১০