ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৪

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন,  রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।           

এদিকে গত একদিনে সারা দেশে ৬৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৮৬৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৩ হাজার ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮২ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়                  
দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ
পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার ধুম, শঙ্খ-শাঁখার চাহিদা বেশি
কুমিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম ও রাঙ্গামাটি চ্যাম্পিয়ন
ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ১৬০০ বৃক্ষ রোপণ 
আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানকে জনগণ বিজয়ী করবে : এ্যানি
১০