ডেঙ্গু আক্রান্ত ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪২

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:০৪

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১ হাজার ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ জন ও চট্টগ্রাম বিভাগের ১ জন রয়েছেন। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮২ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর দেশে এ পর্যন্ত ৫৯ হাজার ৯০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১২ জনের।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগরীতে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার ও সাইনবোর্ড টাঙালে আইনগত ব্যবস্থা: চসিক মেয়র
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ প্রবৃদ্ধি 
বাংলাদেশে পাঁচ দিনের সফর শুরু করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দুই জোনের খেলা গোপালগঞ্জে শুরু
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদক জব্দ
চিটাগং চেম্বারে চূড়ান্ত প্রার্থী ৬৩
জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের 
১০