জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৯

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা বিভাগের পেসার জিয়াউর রহমানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে প্রথম হারের স্বাদ পেল ঢাকা বিভাগ। 

টুর্নামেন্টে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে খুলনা ১৭ রানে হারিয়েছে ঢাকাকে। এই নিয়ে টানা চার ম্যাচ জিতল খুলনা। এতে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল খুলনা। ৬ ম্যাচে ৯ পয়েন্ট আছে চট্টগ্রাম বিভাগেরও। রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। এবারের আসরে প্রথম হারে এককভাবে শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করল ঢাকা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৫১ রানের সূচনা করেন খুলনার দুই ওপেনার ইমরানুজ্জামান ও সৌম্য সরকার। ভাল শুরু করেও ইনিংস বড় করতে পারেননি কেউই। ৬টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩৪ রান করেন ইমরানুজ্জামান। ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন সৌম্য। 

আগের ম্যাচে ৪৭ বলে অপরাজিত ৭২ রানে ম্যাচের নায়ক হওয়া এনামুল হক বিজয় এবার ৩ রানে বিদায় নেন। এতে ৬৬ রানে ৩ উইকেট হারায় খুলনা। 

চতুর্থ উইকেটে অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আফিফ হোসেনের ৬৮ রানের জুটিতে ভাল অবস্থায় পৌঁছায় খুলনা। ২ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৪১ রানে থামেন মিথুন। দলের রান দেড়শ রান করে ফিরেন আফিফ। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। 

শেষ দিকে জিয়াউরের ৭ বলে অপরাজিত ১৭, শেখ পারভেজ জীবনের ৯ ও রবিউল হকের ৫ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ পায় খুলনা। ঢাকার তাইবুর রহমান ৪২ রানে ৪ উইকেট নেন। 

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডার ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ১১ ওভারে ৩ উইকেটে ৯১ রান তুলে ঢাকা বিভাগ। কিন্তু পরের দিকে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ছাড়া দলের আর কোন ব্যাটার লড়াই করতে না পারলে হার বরণ করে নিতে হয় ঢাকাকে। ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে ঢাকা। 

৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৪৭ রান করেন অঙ্কন। এছাড়া দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ২৩ ও জিশান আলম ২০ রান করেন। শেষ দিকে সুমন খানের ৯ বলে ২১ রানে হারের ব্যবধান কমাতে পারে ঢাকা। 

২৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন খুলনার জিয়াউর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০