ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রুবিও সিবিএস নিউজ টকশো ‘ফেস দ্য নেশন’-এ বলেন, আমার মনে হয় ইসরাইলিরা এবং সকলেই স্বীকার করবে- হামলা চলাকালে জিম্মিরা মুক্তি পাবে না। তাই হামলা বন্ধ করতে হবে। সমঝোতা চলার মাঝে যুদ্ধ চলতে পারে না।
ইসরাইল ও হামাসের আলোচকরা সোমবার মিশরের পর্যটন নগরী শারম এল-শেখে আলোচনায় বসতে যাচ্ছেন। নেতানিয়াহু আশা প্রকাশ করেন, গাজায় আটক জিম্মিদের কয়েক দিনের মধ্যে মুক্তি দেওয়া হতে পারে।
হামাস ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার জিম্মিদের বিনিময়ে ইসরাইলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তির বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ার পর এই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে।
রুবিও রোববার অনেক টকশোতে গাজা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এনবিসির ‘মিট দ্য প্রেস’-এ বলেন, জিম্মিদের মুক্তির পথ সুগম করতে ‘লজিস্টিক্যাল চ্যালেঞ্জ’ মোকাবিলা করতে হবে।
তিনি ভবিষ্যৎ লক্ষ্যগুলো আরও কঠিন হবে বলে ভবিষ্যদ্বাণী করেন। বিশেষত কিভাবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল শাসিত হবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে অপসারণ করা হবে সে বিষয়গুলো আরও কঠিন হবে বলে জানান।
রুবিও এনবিসিকে বলেন, আপনি তিন দিনের মধ্যে গাজায় কোনো সরকারি কাঠামো দাঁড় করাতে পারবেন না। এর জন্য সময় লাগে।
ট্রাম্প সিএনএনকে বলেন, তিনি শিগগিরই স্পষ্টতা আশা করেন, হামাস শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিনা।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যদি হামাস ক্ষমতা ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের ‘সম্পূর্ণ ধ্বংসের’ মুখোমুখি হতে হবে।