পাবনা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে এবং রাষ্ট্রের উন্নয়নের ভিত্তি মজবুত করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করতেই হবে।
আজ রোববার বিকেলে পাবনা ট্রাক ও বাস টার্মিনাল মাঠে জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় তিনি এ কথা বলেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার শ্রমিক, ট্রাক ও বাসচালক, সহকারী এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শিমুল বিশ্বাস বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয় না। কারণ বিএনপি শ্রমিকবান্ধব একটি রাজনৈতিক দল।
আমরা বিশ্বাস করি, রাষ্ট্রের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থার প্রধান চালিকাশক্তি হচ্ছে শ্রমিক সমাজ। তাদের ঘাম ও শ্রমেই দেশ এগিয়ে যায়।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেড় যুগ ধরে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে।
তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। জনগণ আজ পরিবর্তন চায়।
আগামী নির্বাচন জাতির জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মেধাবী মানুষদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র নির্মাণে সম্পৃক্ত করা।
বিএনপির এই নেতা বলেন, আমরা চাই রাষ্ট্র হোক জনগণের, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের। তাই ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার বিজয়।
কর্মীসভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আলাউদ্দিন। সঞ্চালনা করেন দলটির জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেল শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিব, উপজেলা ও পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, নূর মোহাম্মদ মাসুম বগা, ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল্লাহ শেখসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, দেশের শ্রমিক সমাজ সব সময়ই গণতন্ত্র ও জাতীয় স্বাধীনতার পক্ষে। তারা মনে করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সভা শেষে একতা ও পরিবর্তনের অঙ্গীকার হিসেবে শ্রমিক নেতারা একযোগে শপথ নেন- বিএনপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম’ বাস্তবায়নে তারা সর্বাত্মক ভূমিকা রাখবেন।