তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২২:৪৮

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সচিবালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) মুক্ত ঘোষণা করার ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতর (পিআইডি)-কে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হয়েছে।

এর আওতায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিঙ্গেল ইউজ প্লাস্টিক-এর ব্যবহার বন্ধ করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর পরিবর্তে নিম্নোক্ত প্রস্তাবিত বিকল্প পণ্যসামগ্রী ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্লাস্টিকের ফাইল, ফোল্ডারের পরিবর্তে কাগজ যা পরিবেশবান্ধব অন্যান্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার করা, প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন/জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার করা, প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ও কাচের গ্লাস ব্যবহার করা, প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফেব্রিক, জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার করা, দাওয়াত পত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচার পত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার করা, বিভিন্ন সভা বা সেমিনারে সরবরাহকৃত খাবারের প্যাকেট যেন কাগজের তৈরি হয়/পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করা, একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, স্ট্রু, কাটলারিসহ সকল ধরনের পণ্য পরিহার করা, প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল/কাগজের কলম ব্যবহার করা, বার্ষিক প্রতিবেদনসহ সকল ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করা এবং ফুলের তোড়াতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।

সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর পরিবর্তে প্রস্তাবিত বিকল্প পণ্যসামগ্রী ব্যবহারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতরের সকল কর্মকর্তা/কর্মচারীকে নির্দেশ হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে প্লাস্টিক মুক্তকরণের এ ঘোষণা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০