নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:৩১
শনিবার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেঘনা নদীতে মাছের পোনাপোনা অবমুক্ত করেন। ছবি: বাসস

নরসিংদী, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পোনা অবমুক্ত করেন। নরসিংদী রোটারি ক্লাব এ আয়োজন করে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নদ-নদী আমাদের প্রাণ। জলজ জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। রোটারি ক্লাবের এই উদ্যোগ শুধু মাছের উৎপাদনই বাড়াবে না, স্থানীয় মৎস্যজীবীদের জীবন-জীবিকা সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোনা অবযুক্তকরণের পর নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ডিসি। 
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজ নেন এবং সরকারের জনসেবাগুলো দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরিষদের দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০