
পটুয়াখালী, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়নপ্রত্যাশী মো. মুনির হোসেন।
গতকাল শনিবার দিনভর তিনি বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন। রাত ৮টার দিকে তিনি বাউফল পৌর শহরে মোটরসাইকেল শোডাউন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।
গণসংযোগ ও পথসভায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।