তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২৩:০০
ছবি: বাসস

লালমনিরহাট, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভারতের সিকিম ও অন্যান্য রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীরবর্তী নিম্ন অঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সতর্কতা জারি করে স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়ায় পানি ৫২.৩৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা বিপদ সীমার ২০ সেন্টিমিটার উপর। পানির চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যারেজ এলাকার ৪৪টি দরজা খুলে দেয়া হয়েছে। তবে, পানির অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যারেজের পাশে ফ্লাটবাইপাস সড়ক ভেঙে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানির পরিমাণ বাড়ছে। পানির চাপ নিয়ন্ত্রণে তাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তবে, স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিস্তার পানির উচ্চতা ৮২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি ৫২.৩৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপরে।

স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে নিম্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্র নিয়ে মানুষ উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, পানির আকস্মিক বৃদ্ধি ও বন্যার প্রভাব মোকাবিলায় পাঁচ উপজেলা নির্বাহী অফিসারকে সতর্ক এবং সহায়তার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

যদি পানি আরও বৃদ্ধি পায়, তবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০