খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২১:১৫
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ বলেছেন, খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী এবং ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয়। ভূমি সংস্কার ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায়ও খাসজমি বড় ভূমিকা রাখে।

আজ রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে খাসমহাল সুরক্ষা বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি সচিব বলেন, খাসমহাল রাষ্ট্রীয় সম্পদের অংশ। এই ভূমি ভূমিহীনদের মধ্যে বণ্টন, সরকারি প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অপরিহার্য।

বাংলাদেশের ভূমি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খাসমহাল। খাসমহাল ব্যক্তি মালিকানার আওতার বাইরে।

তিনি বলেন, খাসমহালের অনেক অংশ দখল, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে রাষ্ট্রীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে। 

তাই খাসমহাল সুরক্ষা এখন সময়ের দাবি। খাসমহালভুক্ত লিজকৃত ও হস্তান্তরকৃত জমি সংক্রান্ত প্রশাসনিক, আইনি ও কারিগরি নানা জটিলতায় এসব জমি ব্যবস্থাপনা প্রায়ই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

সিনিয়র সচিব বলেন, খাসমহালের সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে সরকার, প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। খাসমহাল সুরক্ষা কেবল ভূমি রক্ষার বিষয় নয়, এটি ন্যায্যতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের পূর্বশর্ত। 

সালেহ আহমেদ বলেন, আমরা সকলে মিলে খাসমহালকে রক্ষা করি জনগণের কল্যাণে, দেশের উন্নয়নে।

খাসহালভুক্ত লিজকৃত বা হস্তান্তর জমির জটিলতা শুধু আইনি নয়, এটি একটি সামাজিক ও প্রশাসনিক সমস্যা। 

এই জটিলতা নিরসনে সুশাসন, তথ্যপ্রযুক্তির প্রয়োগ এবং কার্যকর সমন্বয় অপরিহার্য। 

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে, ভূমি বিরোধ কমবে এবং টেকসই উন্নয়নের পথ প্রশস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
১০