মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২১:৫২ আপডেট: : ০৫ অক্টোবর ২০২৫, ২১:৫৯
ছবি: জাতীয় জরুরি সেবা-‘৯৯৯’এর ফেসবুক পেইজ

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চাঁদপুর হাজীগঞ্জে মাদ্রাসা থেকে পালাতে গিয়ে পঞ্চম তলায় এক শিশু আটকা পড়ে। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আট বছরের ওই শিশুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা-‘৯৯৯’এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আট বছর বয়সি এক শিশু পালানোর জন্য পাঁচতলার রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে বের হয়ে নিচে নামার চেষ্টা করে। এসময় ওই শিশু এসির ক্যারিয়ারে আটকে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকে। সকাল সাড়ে ১১টায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এমন তথ্য জানান। ‘৯৯৯’ কলটেকার কনস্টেবল শারমিন কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণের জন্য বলে। এই উদ্ধার তৎপরতা তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল। খবর পাওয়ার পরপরই হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
১০