কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদক জব্দ

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৩
ছবি : বাসস

কুষ্টিয়া, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানকালে ভারতীয় মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার আলমবাজার কবরস্থান সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার মঙ্গল মিয়ার ছেলে জুনায়েদ (২৩) ও একই উপজেলার মৃত মর্জেন আলী ছেলে রানা হোসেন (২৮)। তাদের কাছ থেকে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরপাড়া এলাকা থেকে মো. বাগু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে ভারতীয় ছয়হাজার প্যাকেট নিশা বিড়ি সহ আটক করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৭৩ হাজার টাকা।

বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী ও দৌলতপুর থানায় পৃথক মামলা দায়ের এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০