কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদক জব্দ

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৩
ছবি : বাসস

কুষ্টিয়া, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানকালে ভারতীয় মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার আলমবাজার কবরস্থান সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার মঙ্গল মিয়ার ছেলে জুনায়েদ (২৩) ও একই উপজেলার মৃত মর্জেন আলী ছেলে রানা হোসেন (২৮)। তাদের কাছ থেকে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরপাড়া এলাকা থেকে মো. বাগু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে ভারতীয় ছয়হাজার প্যাকেট নিশা বিড়ি সহ আটক করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৭৩ হাজার টাকা।

বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী ও দৌলতপুর থানায় পৃথক মামলা দায়ের এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০