ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:২৪

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৪১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৭ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।     
 
গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।   
 
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ২৫৭ জন। এদের মধ্যে ৬১ দশমিক আট শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক দুই শতাংশ নারী রয়েছেন।   
  
গত ২৪ ঘণ্টায় দুইজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৩৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৬ বছর পর চাকসু নির্বাচন আজ
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
পাচারকালে সুনামগঞ্জের তরুণীকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব
জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে : জাতীয় ঐকমত্য কমিশন
ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা
প্রথমবারের মত আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
প্রধান উপদেষ্টা ও ব্রাজিলের প্রেসিডেন্ট রোমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় উদ্বোধন করেছেন
মিরপুরের অগ্নিকাণ্ড তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০