বাসস
  ১০ জানুয়ারি ২০২৪, ১১:১২

ইকুয়েডরে গ্যাং সহিংসতায় অন্তত ১০ জন নিহত: পুলিশ

কুইটো, ১০ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): ইকুয়েডরে অপরাধী চক্রের সাথে সহিংসতায় আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। পুলিশ মঙ্গলবার এ কথা বলেছে।  
দেশটির প্রেসিডেন্ট এই ঘটনাকে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ হিসাবে বর্ণনা করেছেন।
স্থানীয় পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, বন্দর নগরী গুয়োকিলে ধারাবাহিক হামলায় আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
এক্স-এ পোস্ট করা একটি পৃথক বিবৃতিতে পুলিশ আরও বলেছে, নোবোল শহরে দুই কর্মকর্তাকে ‘সশস্ত্র অপরাধী চক্র’ নির্মমভাবে হত্যা করেছে।