সিরিয়ায় আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৪০

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী সরকারি এক কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার আসাদের অনুগত ওই কর্মকতার্র মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাজধানী দামেস্কের উপকন্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা মাজেন কেনেহর মাথায় গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে এএফপি জানিয়েছে, এই বিষয়ে দামেস্ক কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাজেন কেনেহকে একটি গাছের গুঁড়িতে বেঁধে ফেলে রাখা হয়েছে। তার জামা-কাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এই সময় ঘটনাস্থলে শিশুসহ কয়েকশ’ মানুষকে দেখা গেছে।

ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও বিক্ষুদ্ধ জনতাকে লাঠি দিয়ে মাজেনের মরদেহে আঘাত এমনকি মাথায় লাথি মারতেও দেখা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মাজেন কেনেহের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ আনা হয়েছিল।

এসব প্রতিবেদনের কারণে স্বৈরশাসক আসাদের শাসনামলে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কুমিল্লায় সেমিনারে বক্তারা
চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করায় জরিমানা
সিলেটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
১০