সিরিয়ায় আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৪০

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী সরকারি এক কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার আসাদের অনুগত ওই কর্মকতার্র মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাজধানী দামেস্কের উপকন্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা মাজেন কেনেহর মাথায় গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে এএফপি জানিয়েছে, এই বিষয়ে দামেস্ক কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাজেন কেনেহকে একটি গাছের গুঁড়িতে বেঁধে ফেলে রাখা হয়েছে। তার জামা-কাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এই সময় ঘটনাস্থলে শিশুসহ কয়েকশ’ মানুষকে দেখা গেছে।

ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও বিক্ষুদ্ধ জনতাকে লাঠি দিয়ে মাজেনের মরদেহে আঘাত এমনকি মাথায় লাথি মারতেও দেখা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মাজেন কেনেহের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ আনা হয়েছিল।

এসব প্রতিবেদনের কারণে স্বৈরশাসক আসাদের শাসনামলে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০