সিরিয়ায় আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৪০

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী সরকারি এক কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার আসাদের অনুগত ওই কর্মকতার্র মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাজধানী দামেস্কের উপকন্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা মাজেন কেনেহর মাথায় গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে এএফপি জানিয়েছে, এই বিষয়ে দামেস্ক কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাজেন কেনেহকে একটি গাছের গুঁড়িতে বেঁধে ফেলে রাখা হয়েছে। তার জামা-কাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এই সময় ঘটনাস্থলে শিশুসহ কয়েকশ’ মানুষকে দেখা গেছে।

ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও বিক্ষুদ্ধ জনতাকে লাঠি দিয়ে মাজেনের মরদেহে আঘাত এমনকি মাথায় লাথি মারতেও দেখা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মাজেন কেনেহের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ আনা হয়েছিল।

এসব প্রতিবেদনের কারণে স্বৈরশাসক আসাদের শাসনামলে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
অত্যাধুনিক প্রযুক্তি প্রশিক্ষণে বিজিএমইএ ও লেকট্রা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নারী দরদাতারা পিপিআর,২০২৫-এ নারী-বান্ধব বিধানের প্রশংসা করেছেন
ফরাসি রাষ্ট্রদূতের এনসিপি কার্যালয় পরিদর্শন
সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু হবে শুক্রবার
বাংলাদেশের তিল রপ্তানি বৃদ্ধিতে টোকিওতে প্রকল্প উদ্বোধন
১০