সিরিয়ায় আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৪০

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী সরকারি এক কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার আসাদের অনুগত ওই কর্মকতার্র মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাজধানী দামেস্কের উপকন্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা মাজেন কেনেহর মাথায় গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে এএফপি জানিয়েছে, এই বিষয়ে দামেস্ক কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাজেন কেনেহকে একটি গাছের গুঁড়িতে বেঁধে ফেলে রাখা হয়েছে। তার জামা-কাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এই সময় ঘটনাস্থলে শিশুসহ কয়েকশ’ মানুষকে দেখা গেছে।

ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও বিক্ষুদ্ধ জনতাকে লাঠি দিয়ে মাজেনের মরদেহে আঘাত এমনকি মাথায় লাথি মারতেও দেখা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মাজেন কেনেহের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ আনা হয়েছিল।

এসব প্রতিবেদনের কারণে স্বৈরশাসক আসাদের শাসনামলে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন এএবি নেতৃবৃন্দ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন 
২০২৪ সালে আশ্রয় অনুমোদন ৭ শতাংশ বৃদ্ধি করেছে ইইউ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব
১০