ভুল বার্তা দেওয়ায় লস এঞ্জেলেসের জরুরি ব্যবস্থাপনা বিভাগের দুঃখ প্রকাশ

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৪:০৭

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দাবানলের কারণে নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়ে ভুয়া বার্তা যাওয়ায় লস এঞ্জেলেসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ দুঃখ প্রকাশ করেছে। লস এঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়। 

এই বার্তার কারণে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। যদিও ২০ মিনিটি পর সংশোধনী এসএমএস দেওয়া হয়। যাতে বলা হয়, এই সতর্কতা নোটিশ কেবল কেনেথ দাবানলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যা প্যালিসেডস এর উত্তরে সৃষ্টি হয়েছে। এখানে আপনাদের মনে রাখতে হবে যে লস এঞ্জেলেসের আশপাশে একই সাথে চারটি দাবানলের সৃষ্টি হয়েছে।    

লস এঞ্জেলেসের কাউন্টির অগ্নি নির্বাপক বিভাগের এই ভুয়া এসএমএস বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার সকালে লাখ লাখ মোবাইলে চলে যায়। যাতে লোকজনকে বাড়িঘর ছাড়তে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়। 

লস এঞ্জেলেসের পার্শ্ববর্তী প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেনার আশপাশের ৩৫০০০ একর ভূমি ইতিহাসের ভয়ংকর দাবানল গ্রাস করেছে। ১ হাজারের বেশি বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। লস এঞ্জেলেসের বিশ মাইল পশ্চিমে অবস্থিত প্যালিসেডস এ দাবানল অন্তঃত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। 

বর্তমানে এই এলাকার ১৫৩০০০ মানুষ খালিকরণ নির্দেশের মধ্যে আছে। লস এঞ্জেলস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন ম্যাকগোয়ান লস এঞ্জেলসে সাংবাদিকদের বলেছেন, স্বয়ংক্রিয় এই এই ভুল বার্তা মানুষের মধ্যে রাগ, ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করেছে। এই ঘটনায় আমি কতটা দুঃখিত তা বলে বোঝাতে পারব না।”   

তিনি আরো বলেছেন, আমি এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, বোঝার চেষ্টা করছি যা পাঠানো হয়নি তা মানুষের মোবাইলে কিভাবে গেল। এছাড়া, কেভিন ম্যাকগোয়ান নাগরিকদেরকে অনুরোধ করেছেন তারা যেন তাদের মোবাইলের এসএমএস রিসিভ অপশোন অকার্যকর করে না রাখে। 

 

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দাবানলের কারণে নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়ে ভুয়া বার্তা যাওয়ায় লস এঞ্জেলেসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ দুঃখ প্রকাশ করেছে। লস এঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়। 

এই বার্তার কারণে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। যদিও ২০ মিনিটি পর সংশোধনী এসএমএস দেওয়া হয়। যাতে বলা হয়, এই সতর্কতা নোটিশ কেবল কেনেথ দাবানলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যা প্যালিসেডস এর উত্তরে সৃষ্টি হয়েছে। এখানে আপনাদের মনে রাখতে হবে যে লস এঞ্জেলেসের আশপাশে একই সাথে চারটি দাবানলের সৃষ্টি হয়েছে।    

লস এঞ্জেলেসের কাউন্টির অগ্নি নির্বাপক বিভাগের এই ভুয়া এসএমএস বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার সকালে লাখ লাখ মোবাইলে চলে যায়। যাতে লোকজনকে বাড়িঘর ছাড়তে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়। 

লস এঞ্জেলেসের পার্শ্ববর্তী প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেনার আশপাশের ৩৫০০০ একর ভূমি ইতিহাসের ভয়ংকর দাবানল গ্রাস করেছে। ১ হাজারের বেশি বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। লস এঞ্জেলেসের বিশ মাইল পশ্চিমে অবস্থিত প্যালিসেডস এ দাবানল অন্তঃত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। 

বর্তমানে এই এলাকার ১৫৩০০০ মানুষ খালিকরণ নির্দেশের মধ্যে আছে। লস এঞ্জেলস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন ম্যাকগোয়ান লস এঞ্জেলসে সাংবাদিকদের বলেছেন, স্বয়ংক্রিয় এই এই ভুল বার্তা মানুষের মধ্যে রাগ, ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করেছে। এই ঘটনায় আমি কতটা দুঃখিত তা বলে বোঝাতে পারব না।”   

তিনি আরো বলেছেন, আমি এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, বোঝার চেষ্টা করছি যা পাঠানো হয়নি তা মানুষের মোবাইলে কিভাবে গেল। এছাড়া, কেভিন ম্যাকগোয়ান নাগরিকদেরকে অনুরোধ করেছেন তারা যেন তাদের মোবাইলের এসএমএস রিসিভ অপশোন অকার্যকর করে না রাখে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
অত্যাধুনিক প্রযুক্তি প্রশিক্ষণে বিজিএমইএ ও লেকট্রা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নারী দরদাতারা পিপিআর,২০২৫-এ নারী-বান্ধব বিধানের প্রশংসা করেছেন
ফরাসি রাষ্ট্রদূতের এনসিপি কার্যালয় পরিদর্শন
সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু হবে শুক্রবার
বাংলাদেশের তিল রপ্তানি বৃদ্ধিতে টোকিওতে প্রকল্প উদ্বোধন
৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ
১০