ভুল বার্তা দেওয়ায় লস এঞ্জেলেসের জরুরি ব্যবস্থাপনা বিভাগের দুঃখ প্রকাশ

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৪:০৭

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দাবানলের কারণে নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়ে ভুয়া বার্তা যাওয়ায় লস এঞ্জেলেসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ দুঃখ প্রকাশ করেছে। লস এঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়। 

এই বার্তার কারণে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। যদিও ২০ মিনিটি পর সংশোধনী এসএমএস দেওয়া হয়। যাতে বলা হয়, এই সতর্কতা নোটিশ কেবল কেনেথ দাবানলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যা প্যালিসেডস এর উত্তরে সৃষ্টি হয়েছে। এখানে আপনাদের মনে রাখতে হবে যে লস এঞ্জেলেসের আশপাশে একই সাথে চারটি দাবানলের সৃষ্টি হয়েছে।    

লস এঞ্জেলেসের কাউন্টির অগ্নি নির্বাপক বিভাগের এই ভুয়া এসএমএস বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার সকালে লাখ লাখ মোবাইলে চলে যায়। যাতে লোকজনকে বাড়িঘর ছাড়তে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়। 

লস এঞ্জেলেসের পার্শ্ববর্তী প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেনার আশপাশের ৩৫০০০ একর ভূমি ইতিহাসের ভয়ংকর দাবানল গ্রাস করেছে। ১ হাজারের বেশি বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। লস এঞ্জেলেসের বিশ মাইল পশ্চিমে অবস্থিত প্যালিসেডস এ দাবানল অন্তঃত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। 

বর্তমানে এই এলাকার ১৫৩০০০ মানুষ খালিকরণ নির্দেশের মধ্যে আছে। লস এঞ্জেলস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন ম্যাকগোয়ান লস এঞ্জেলসে সাংবাদিকদের বলেছেন, স্বয়ংক্রিয় এই এই ভুল বার্তা মানুষের মধ্যে রাগ, ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করেছে। এই ঘটনায় আমি কতটা দুঃখিত তা বলে বোঝাতে পারব না।”   

তিনি আরো বলেছেন, আমি এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, বোঝার চেষ্টা করছি যা পাঠানো হয়নি তা মানুষের মোবাইলে কিভাবে গেল। এছাড়া, কেভিন ম্যাকগোয়ান নাগরিকদেরকে অনুরোধ করেছেন তারা যেন তাদের মোবাইলের এসএমএস রিসিভ অপশোন অকার্যকর করে না রাখে। 

 

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দাবানলের কারণে নাগরিকদের সরিয়ে নেয়ার বিষয়ে ভুয়া বার্তা যাওয়ায় লস এঞ্জেলেসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ দুঃখ প্রকাশ করেছে। লস এঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়। 

এই বার্তার কারণে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। যদিও ২০ মিনিটি পর সংশোধনী এসএমএস দেওয়া হয়। যাতে বলা হয়, এই সতর্কতা নোটিশ কেবল কেনেথ দাবানলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যা প্যালিসেডস এর উত্তরে সৃষ্টি হয়েছে। এখানে আপনাদের মনে রাখতে হবে যে লস এঞ্জেলেসের আশপাশে একই সাথে চারটি দাবানলের সৃষ্টি হয়েছে।    

লস এঞ্জেলেসের কাউন্টির অগ্নি নির্বাপক বিভাগের এই ভুয়া এসএমএস বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার সকালে লাখ লাখ মোবাইলে চলে যায়। যাতে লোকজনকে বাড়িঘর ছাড়তে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়। 

লস এঞ্জেলেসের পার্শ্ববর্তী প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেনার আশপাশের ৩৫০০০ একর ভূমি ইতিহাসের ভয়ংকর দাবানল গ্রাস করেছে। ১ হাজারের বেশি বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। লস এঞ্জেলেসের বিশ মাইল পশ্চিমে অবস্থিত প্যালিসেডস এ দাবানল অন্তঃত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। 

বর্তমানে এই এলাকার ১৫৩০০০ মানুষ খালিকরণ নির্দেশের মধ্যে আছে। লস এঞ্জেলস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন ম্যাকগোয়ান লস এঞ্জেলসে সাংবাদিকদের বলেছেন, স্বয়ংক্রিয় এই এই ভুল বার্তা মানুষের মধ্যে রাগ, ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করেছে। এই ঘটনায় আমি কতটা দুঃখিত তা বলে বোঝাতে পারব না।”   

তিনি আরো বলেছেন, আমি এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, বোঝার চেষ্টা করছি যা পাঠানো হয়নি তা মানুষের মোবাইলে কিভাবে গেল। এছাড়া, কেভিন ম্যাকগোয়ান নাগরিকদেরকে অনুরোধ করেছেন তারা যেন তাদের মোবাইলের এসএমএস রিসিভ অপশোন অকার্যকর করে না রাখে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০