বাসস
  ১৪ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫

‘বেনামি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ উ.কোরিয়ার

সিউল, ১৪ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়া রোববার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী উত্তেজনাপূর্ণ সমুদ্র সীমান্তের কাছে পিয়ংইয়ং সরাসরি সামরিক মহড়া চালানোর কয়েকদিন পর তারা এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। খবর এএফপি’র।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।’ এ সাগর জাপান সাগর নামেও পরিচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।