বাসস
  ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৭
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:১৩

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 

ডেস মইনেস, যুক্তরাষ্ট্র, ১৬ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ভোট আইওয়া ককেসাসের ভোটে সোমবার জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আইওয়া রাজ্যের এই জয়লাভ তাকে প্রেসিডেন্ট হিসেবে নভেম্বরের নির্বাচনে জো বাইডেনকে চ্যালেঞ্জ করে রিপাবলিকান স্ট্যান্ডার্ড-ধারক হিসেবে তার মর্যাদাকে মজবুত করেছেন।
সাবেক প্রেসিডেন্ট এক বছরেরও বেশি সময় ধরে ভোটে এগিয়ে রয়েছেন। তবে আইওয়ায় প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তাকে হোয়াইট হাউস প্রবেশের একটি উপায় কি-না তা এখন স্পষ্ট নয়। খবর এএফপি’র।
ট্রাম্প প্রায় তিন চতুর্থাংশ প্রাথমিক ভোট পাওয়ায় প্রধান মার্কিন নেটওয়ার্কগুলো ভোট শুরু হওয়ার মাত্র আধ ঘন্টার মধ্যে বিজয়ীর নাম ঘোষণা করতে পারে।
কিছু আইনি সমস্যার কারণে ট্রাম্পের সমর্থন কমলো কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি দেওয়ানী 
ও ফৌজদারী কয়েকটি মামলারয় বিচারের মুখোমুখি। এই বিষয়গুলো তার নির্বাচনী বৈতরনী অতিক্রম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা যেতে পারে।