বাসস
  ১৮ জানুয়ারি ২০২৪, ১১:০৩

সামনের মাসগুলোতে ইসরায়েলের উত্তরে যুদ্ধের সম্ভাবনা অনেক বেশি: সেনাপ্রধান

জেরুজালেম, ১৮ জানুয়ারি, ২০২৪(বাসস ডেস্ক): ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের সঙ্গে আগামী মাসগুলোতে যুদ্ধের সম্ভাবনা অনেক বেশি। 
ইসরায়েলের সেনা প্রধান বুধবার এ কথা জানিয়েছেন। 
সেনা প্রধান হারজি হালেভি এক বিবৃতিতে বলেছেন, আমি জানি না যুদ্ধ কখন শুরু হবে। তবে আগামী মাসগুলোতে এ যুদ্ধ শুরুর সম্ভাবনা আগের যে কোন সময়ের তুলনায় অনেক বেশি। 
ইসরায়েলী সেনা ও হামাস মিত্র লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় চলছে। 
তবে ইসরায়েল লেবাননের দক্ষিণে মঙ্গলবার একদিনে এ যাবতকালের সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। গত তিন মাসে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে ১৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। এর মধ্যে হিজবুল্লাহ যোদ্ধা রয়েছে ১৪০ জনেরও বেশি। বেসামরিক নাগরিকের সংখ্যাও ২০ এর বেশি। 
ইসরায়েলের উত্তরাঞ্চলে নয় সৈন্য ও ছয় বেসামরিক লোক নিহত হয়েছে বলে তেল আবিব কর্তৃপক্ষ জানিয়েছে।