বাসস
  ১৯ জানুয়ারি ২০২৪, ১৪:২২

ইউক্রেন যদি রাশিয়াকে পরাজিত করতে না পারে,ইউরোপের জন্য ভালো হবে না : লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দাভোস, সুইজারল্যান্ড, ১৯ জানুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : ইউক্রেন যদি রাশিয়াকে পরাজিত করতে না পারে তবে মস্কোর বিজয় ইউরোপের জন্য শুভ ফল বয়ে আনবে না। রাশিয়া তার প্রতিবেশীকে সংযত করতে পারে না বলে সতর্ক করে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিসএক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলাপকালে একথা বলেন। ফোরামের আলোচনায় ইউক্রেনের যুদ্ধ প্রাধান্য পায়।
খবর এএফপি’র।
সংঘাত শুরুর প্রায় দুই সশরীরে ফোরামে যোগ দেন।
কিয়েভ ও এর মিত্ররা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর যে কোনো যুদ্ধের অবসাদ দুর করতেফোরামটি ব্যবহার করে।
ইউরোপকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে ইউক্রেন যুদ্ধকে ‘ইউরোপ যুদ্ধ’ হিসেবে অভিহিত করে ল্যান্ডসবার্গিস অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার ভবিষ্যত আগ্রাসনের আশংকায় আরও বেশি কিছু করার জন্য মহাদেশের প্রতি আহ্বান জানান।
ল্যান্ডসবার্গিস বলেন, ইউক্রেন না জিতলে ইউরোপের জন্য ভালো পরিণতি বয়ে আনবে এমন কোনো ইঙ্গিত ও পাওয়া যাচ্ছে না। তিনি সতর্ক করেন,এমনও হতে পারে রাশিয়া ইউক্রেনকে সংযত করতে পারলো না।
ল্যান্ডসবার্গিস ফোরাম চলাকালীন ইউক্রেন সম্পর্কে উচ্চ-স্তরসহ বিভিন্ন আলোচনাকে স্বাগত জানান।