বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২১

ইউএনআরডব্লিও-এর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে নিরপেক্ষ প্যানেল ঘোষণা জাতিসংঘ প্রধানের

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৬ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস
ইউএনআরডব্লিও-এর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে নিরপেক্ষ প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন।
জাতিসংঘের সংস্থাটি ফিলিস্তিনী শরণার্থীদের সহায়তা দিয়ে থাকে। কিন্তু গত ৭ অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলার সাথে সংস্থাটির ১২ কর্মীর জড়িত থাকার অভিযোগ করে তেলআবিব।
এ অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানী ও জাপানসহ কয়েকটি দাতা দেশ এ সংস্থায় সহায়তা স্থগিতের ঘোষণা দেয়।
জাতিসংঘের এক বিবৃতিতে সোমবার বলা হয়েছে, সাবেক ফরাসী পররাষ্ট্র মন্ত্রী ক্যাথরিন কলোনা প্যানেলটির নেতৃত্ব দেবেন। তিনি ইউরোপের তিনটি গবেষণা সংস্থার সাথে কাজ করবেন।
প্যানেলটি মার্চের শেষে গুতেরেসের কাছে অন্তবর্তী রিপোর্ট জমা দেবে। চূড়ান্ত রিপোর্ট এপ্রিলের শেষে জাতিসংঘ মহাসচিবের কাছে জমা দেয়া হবে।
এদিকে প্যানেল গঠনের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইসরাইল কার্টজ একে অভিনন্দন জানিয়ে এক্সে (সাবেক টুইটার) বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থার সন্ত্রাসের সাথে জড়িত থাকার সকল প্রমাণ আমরা জমা দেবো।
কমিটিকে সত্য সামনে আনতে হবে বলেও তিনি উল্লেখ করেন।