বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭

লোহিত সাগরে নতুন করে জাহাজে হামলার দাবি ইয়েমেন বিদ্রোহীদের

সানা, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা মঙ্গলবার বলেছে, তারা লোহিত সাগরে পৃথকভাবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জাহাজে হামলা চালিয়েছে। এক্ষেত্রে নিরাপত্তা সংস্থা একটি হামলার খবর নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারী বলেন, ‘প্রথম হামলাটি মার্কিন জাহাজ স্টার নাসিয়াকে এবং অপরটি ব্রিটিশ জাহাজ মর্নিং টাইডকে লক্ষ্য করে চালানো হয়। এরআগে নিরাপত্তা সংস্থা অ্যামব্রে ব্রিটিশ মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার কথা জানিয়েছিল।