বাসস
  ০৩ মার্চ ২০২৪, ১৫:০৮

রাসায়নিক সাইটে প্রবেশে আট পরিবেশবাদী কর্মীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ

পিয়েরে-বেনাইট, ফ্রান্স, ৩ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক): তথাকথিত ‘চিরকালের রাসায়নিক’ হিসাবে খ্যাত পিএফএএস যৌগ উৎপাদনের নিন্দা জানাতে শনিবার একটি ফরাসি রাসায়নিক সাইটে পরিবেশবাদী কর্মীরা প্রবেশ করায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা বলেছেন।
আয়োজকদের এক মুখপাত্র বলেছেন,পরিবেশবাদী গ্রুপ এক্সটেনশন রিবিলিয়ন অ্যান্ড ইয়ুথ ফর ক্লাইমেট এর প্রায় ৩০০ কর্মী দক্ষিণ-পূর্ব ফ্রান্সের লিওনের কাছে পিয়েরে-বেনাইট কারখানার আরকেমা সাইটের বেস্টনী কেটে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তারা সেখানে ‘পিএফএএস সত্য বলুন’ এবং ‘আরকেমা আমাদের বিষাক্ত করছে’  ব্যানার প্রদর্শন করেছে। পুলিশ বলেছে, বিক্ষোভকারীদের সংখ্যা প্রায় ১৫০ জন। 
আয়োজকদের এক মুখপাত্র জুলিয়েন এএফপিকে বলেছেন, ‘আরকেমা ‘চিরদিনের রাসায়নিক’ রোন নদীতে ডাম্প করছে, আমরা তার জন্য দরজা বন্ধ করতে চাই।’
তিনি বলেন ‘একই সময়ে, আমরা দরজা খুলতে চাই কারণ এখানে যা কিছু ঘটছে তা গোপনে করা হচ্ছে।’
পিএফএএস প্রায় ৪,০০০ রাসায়নিক যৌগের একটি পরিবার যা প্রায়শই ‘চিরকালের রাসায়নিক’ হিসাবে উল্লেখ করা হয় কারণ দেহ এবং পরিবেশে এই রাসায়নিক দীর্ঘ জীবনকাল বিদ্যমান থাকে। 
বিশেষজ্ঞরা বলছেন, কিছু ধরণের পিএফএএস এর সংস্পর্শে স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব রয়েছে,যা প্রাণঘাতি রোগ সৃষ্টি করে।