বাসস
  ০১ এপ্রিল ২০২৪, ১৪:৫৯

ইন্সটাগ্রামে এখন জাপানের রাজপরিবার

টোকিও, ১ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক): জাপানের রাজপরিবার এখন ইন্সটাগ্রামে। প্রাচীন এই রাজপরিবার সতর্কতার সাথেই সোমবার ইন্সটাগ্রামের ব্যবহার শুরু করেছে। তবে ইন্সটাগ্রামে রাজপরিবারের কারোর সেলফি আশা করাাটা ভুল  হবে।
ইন্সটাগ্রামে যে প্রথম ১৯টি ছবি পোস্ট্ কর্ াহয়েছে তা স¤্রাট নারুহিতো এবং স¤্রাজ্ঞী মাসাকার। এগুলো সবই তাদের বিভিন্ন সময়ে রাজকীয় দায়িত্ব পালনের ছবি।
ইন্সটাগ্রামে ইম্পেরেয়িাল হাউজহোল্ড এজেন্সি(আইএইচএ) অ্যাকাউন্টটটি এক লাখ ৬০ হাজারেরও বেশি ব্যবহাকারী ফলো করছে। যদিও মাত্র এক সপ্তাহ আগে এর ঘোষণা দেয়া হয়েছিল এবং সোমবার পর্যন্ত তা ব্যক্তিগত ভাবেই সেট করা ছিল।
আশা করা  হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হওয়ার কারণে রাজপরিবার কি করে তা নিয়ে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি হবে।