বাসস
  ১৩ জুলাই ২০২৪, ১৩:২৮

মিয়ানমারে নৌকা ডুবির ঘটনায় ৫টি লাশ উদ্ধার

ইয়াঙ্গুন, ১৩ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক) : মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের একটি নদীতে নৌকা ডুবির পর উদ্ধারকর্মীরা পাঁচটি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস এই কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার ইয়াঙ্গুন নদীতে একটি জাহাজের সাথে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়।
ফায়ার সার্ভিস শুক্রবার রাতে তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, উদ্ধারকর্মীরা নদী থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে।
এতে আরো বলা হয়, তিনজন পুরুষ, ১৬ বছর বয়সী এক কিশোর এবং  ১২ বছর বয়সী এক মেয়ের মৃতদেহ ইয়াঙ্গুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরে বলা হয়, মিয়ানমারে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে দেশটিতে প্রায় নৌ দুর্ঘটনা ঘটে থাকে।
২০১৬ সালে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চিন্দউইন নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই জাহাজ ডুবে গেলে অনেক শিক্ষক এবং ছাত্রসহ ৭৩ জন প্রাণ হারায়।