দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:০৩
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ। ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং-জুন শুক্রবার পদত্যাগ করেছেন। সিওল থেকে এএফপি এ খবর জানায়।

তার গার্ডরা অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করতে কেন বাধা দিয়েছিল এ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে তিনি পদত্যাগ করেন।

এদিকে তদন্তকারীরা নতুন করে ইউন সুক ইয়োলকে গ্রেফতারের উদ্যোগ নিচ্ছে।

ডিসেম্বর ৩ তারিখে সংক্ষিপ্ত সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর সৃষ্ট দেশের কয়েক দশকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে থাকা ইউন তার নিরাপত্তা বাহিনীর সহায়তায় গ্রেফতার এড়াতে সক্ষম হন।

প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা (পিএসএস)-এর একজন কর্মকর্তা জানান, পার্ক চং-জুন শুক্রবার সকালে পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার সময় তার পদত্যাগপত্র জমা দেন। এটি পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক গ্রহণ করেন।

এই পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন তদন্তকারীরা ইউনের সামরিক আইন জারির জন্য নতুন গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার পার্ক সাংবাদিকদের বলেন, ‘গ্রেফতারের চেষ্টায় কোনো ধরনের রক্তপাত হওয়া উচিত হবে না।’

তিনি আরও বলেন, ‘সরকারি সংস্থাগুলোর মধ্যে সংঘাতের কারণে অনেক নাগরিক উদ্বিগ্ন এবং আমি মনে করি কোনো অবস্থাতেই শারীরিক সংঘাত বা রক্তপাত হওয়া উচিত নয়।’

গ্রেফতার হলে ইউন হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গ্রেফতার-হওয়া প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট।

এদিকে ইউনের নিরাপত্তা দল সিউলে তার বাসস্থানের চারপাশে কাঁটাতারের বেড়া ও বাস ব্যারিকেড স্থাপন করে নিরাপত্তা বাড়িয়েছে।

সংসদে ইউনের অভিশংসন প্রক্রিয়া চলমান রয়েছে, যা জানুয়ারির ১৪ তারিখ থেকে শুরু হবে। আদালত ১৮০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বিশ্লেষকরা বলছেন, গ্রেফতারের সময় সহিংস সংঘাত হলে ইউনের অবস্থান দুর্বল হতে পারে।

তবে, এই সংকটের মধ্যে ইউনের দল ‘পিপল পাওয়ার পাটি’র জনপ্রিয়তা বেড়েছে। শুক্রবার প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, তিন সপ্তাহে দলের সমর্থন ২৪ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে পৌঁছেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কুমিল্লায় সেমিনারে বক্তারা
চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করায় জরিমানা
সিলেটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
১০