বাসস
  ১৪ জুলাই ২০২৪, ১৫:৩৭

দামেস্কে ইসরায়েলি হামলায় এক সৈন্য নিহত

দামেস্ক, ১৪ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক): সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর আশেপাশে বেশ কয়েকটি অবস্থানে রোববার ইসরায়েলি হামলায় এক সৈন্য নিহত ও তিনজন আহত হয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা সিরিয়ার ভূখ- থেকে ইসরায়েলে দুটি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার সামরিক কমান্ড সেন্টারের পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
বিবৃতিটি সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার একটি বিরল স্বীকারোক্তি ছিল। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশটিতে শত শত হামলা চালিয়েছে। প্রধানত সেনাবাহিনীর অবস্থান এবং ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার মধ্যরাতের পর ইসরায়েলি বিমান হামলায় একজন সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।
সংস্থাটি আরো জানায়, দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি সামরিক অবস্থান এবং দামেস্কের কাফর সুসা জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।