বাসস
  ০১ আগস্ট ২০২৪, ১৪:১৪

মধ্যপ্রাচ্যের ‘সব পক্ষকে উত্তেজনামূলক কর্মকান্ড বন্ধ করার’ আহ্বান ব্লিঙ্কেনের

উলানবাটোর, ১ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক): হামাসের রাজনৈতিক নেতা নিহত হওয়ার পর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যের ‘সব পক্ষকে উত্তেজনামূলক কর্মকান্ড’ বন্ধ করতে এবং গাজায় যুদ্ধবিরতি অর্জনের আহ্বান জানিয়েছেন। ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইরান ইসরায়েলকে অভিযুক্ত করার পর ব্লিঙ্কেন এই আহবান জানান।
ব্লিঙ্কেন মঙ্গোলিয়ায় সাংবাদিকদের বলেন, শান্তি অর্জন ‘একটি যুদ্ধবিরতি দিয়ে শুরু হয় এবং সেখানে পৌঁছানোর জন্য প্রথমে সব পক্ষের কথা বলা এবং যেকোনও বাড়তি পদক্ষেপ নেওয়া বন্ধ করতে হবে।’