বাসস
  ০১ অক্টোবর ২০২৪, ১২:২৬

কানাডা লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নিতে ফ্লাইটের ৮০০টি আসন রিজার্ভ করেছে

ঢাকা, ১ অক্টোবর, ২০২৪ (বাসস) : কানাডা সোমবার ঘোষণা করেছে যে তারা লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য বাণিজ্যিক ফ্লাইটে ৮০০টি আসন রিজার্ভ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইসলামী হিজবুল্লাহ আন্দোলনকে লক্ষ্য করে সেখানে সীমিত স্থল অভিযান শুরু করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ট্রিল থেকে এএফপি এ খবর জানায়। ।
কানাডার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মেলানি জোলি এক্স-এ লিখেছেন, ‘লেবাননের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠছে।’
তিনি যোগ করেছেন, ‘আপনি যদি লেবাননে একজন কানাডিয়ান নাগরিক হন তবে আপনাকে এখনই চলে আসতে হবে।’
প্রায় ৪৫,০০০ কানাডিয়ান বর্তমানে লেবাননে রয়েছে এবং পরবর্তী ফ্লাইট মঙ্গলবারের জন্য নির্ধারিত হয়েছে।
অনেক এয়ারলাইন্স বৈরুত থেকে আসা-যাওয়ার ফ্লাইট স্থগিত করেছে।
কানাডা তার নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, বাণিজ্যিক ফ্লাইট বাধাগ্রস্ত হলে সামরিক বাহিনী সাইপ্রাসে জরুরি ব্যবস্থা স্থাপন করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, তাদের সৈন্যরা দক্ষিণ লেবাননের গ্রামে "স্থল অভিযান" শুরু করেছে। এদিকে হিজবুল্লাহ বলেছে, তারা দেশের সীমান্তে "শত্রু সৈন্যদের" দিকে লক্ষ্য স্থাপন করেছে।
সোমবার ইসরায়েলি হামলায় সারা দেশে নিহতের সংখ্যা ৯৫ এ পৌঁছেছে।