বাইডেন নিউ অরলিন্স সফরে যাচ্ছেন

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৮

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে নিউ অরলিন্স সফরে যাবেন। তিনি নববর্ষ বরণের অনুষ্ঠানে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইংরেজি নববর্ষ উদযাপনকালে অনুষ্ঠানে ভিড়ের মাঝে ট্রাক উঠিয়ে দেওয়ায় ১৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ঐ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে প্রেসিডেন্ট বাইডেন সেখানে যাবেন।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার প্রেসিডেন্ট ও তার পত্নী জিল ‘বর্ষবরণের অনুষ্ঠনে মর্মান্তিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে কথা বলবেন।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনকারীদের ওপর সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হয়।

খ্রিস্টান ধর্মাবলম্বী মার্কিন ঐ সেনা কর্মকর্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম রাখেন শামসুদ্দিন জব্বার। তিনি ইসলামিক জঙ্গি গোষ্টি আই এস-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হামলার আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে গুলি বিনিময়ে জব্বারও মারা যান।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা-এফবিআই’র তদন্তে প্রমাণিত হয়েছে জব্বার একাই এই হামলা চালিয়েছে। তার সঙ্গে অন্য কোনো সহযোগী ছিল না। 

জব্বার অরলিন্স শহরে দুটি বোমাও পুঁতে রেখেছিলেন, যদিও বোমাগুলো বিস্ফোরিত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০