বাইডেন নিউ অরলিন্স সফরে যাচ্ছেন

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৮

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে নিউ অরলিন্স সফরে যাবেন। তিনি নববর্ষ বরণের অনুষ্ঠানে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইংরেজি নববর্ষ উদযাপনকালে অনুষ্ঠানে ভিড়ের মাঝে ট্রাক উঠিয়ে দেওয়ায় ১৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ঐ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে প্রেসিডেন্ট বাইডেন সেখানে যাবেন।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার প্রেসিডেন্ট ও তার পত্নী জিল ‘বর্ষবরণের অনুষ্ঠনে মর্মান্তিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে কথা বলবেন।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনকারীদের ওপর সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হয়।

খ্রিস্টান ধর্মাবলম্বী মার্কিন ঐ সেনা কর্মকর্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম রাখেন শামসুদ্দিন জব্বার। তিনি ইসলামিক জঙ্গি গোষ্টি আই এস-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হামলার আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে গুলি বিনিময়ে জব্বারও মারা যান।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা-এফবিআই’র তদন্তে প্রমাণিত হয়েছে জব্বার একাই এই হামলা চালিয়েছে। তার সঙ্গে অন্য কোনো সহযোগী ছিল না। 

জব্বার অরলিন্স শহরে দুটি বোমাও পুঁতে রেখেছিলেন, যদিও বোমাগুলো বিস্ফোরিত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০