বাসস
  ০৬ অক্টোবর ২০২৪, ১১:৩৪
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:২১

নিউজিল্যান্ডে জাহাজডুবি : ৭৫ নাবিক উদ্ধার

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৪ (বাসস) : নিউজিল্যান্ড রোববার জানিয়েছে যে দেশটি ডুবে যাওয়া নৌবাহিনীর একটি জাহাজ থেকে ৭৫ জন নাবিককে উদ্ধার করেছে। জাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার জন্য সামোয়া থেকে ছেড়ে গিয়েছিল।ওয়েলিংটন থেকে এএফপি এ খবর জানায়।
আপোলুর দক্ষিণ উপকূলে প্রবাল প্রাচীরে আঘাত হানার পর ডুবে যেতে থাকা এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজটির নাবিকদের উদ্ধার করতে ইমার্জেন্সি সার্ভিস রাতভর কাজ করে। সামোয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, একটি ফায়ার রেসকিউ দল ৭৫ জন ক্রু সদস্যকে উদ্ধার ও চিকিৎসা করার জন্য ‘গত রাত থেকে আজ সকাল পর্যন্ত’ কাজ করেছে।
সামোয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস অথরিটি জানিয়েছে, ‘সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হয়নি এবং কোনো প্রাণহানি হয়নি।’
নিউজিল্যান্ডের কমোডর শেন আর্নডেল নিশ্চিত করেছেন যে ‘এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজে থাকা ৭৫ জন নাবিক এবং যাত্রী সামোয়াতে নিরাপদে পৌঁছেছেন।’
জাহাজটি ডুবে যাওয়া সঠিক কারণ এখনও জানা যায়নি।