২৫ সালে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্র এবং আলোচনার টেবিলে লড়তে হবে : জেলেনস্কি

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৪:৩১

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, এ বছর ইউক্রেনকে অবশ্যই যুদ্ধের মাঠে এবং আলোচনার টেবিলে লড়তে হবে, খবর এএফপি’র।  

ইউক্রেন এই তিন বছর যাবৎ পৃথিবীর অন্যতম সামরিক শক্তি রাশিয়ার আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করে চলেছে। ২০২৩ সালের তুলনায় ’২৪ সালে ইউক্রেন রাশিয়ার কাছে সাত গুণের বেশি নিজেদের মাটি হারিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্বভার নিলে মার্কিন সামরিক ও রাজনৈতিক সহায়তা এ বছর কমে যাওয়ার আশংকা করা হচ্ছে।  

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন নতুন বছরের প্রতিটা দিন আমাদেরকে ইউক্রেনের জন্য যুদ্ধ করতে হবে। এমন ইউক্রেন যা হবে শক্তিশালী। ”আমাদেরকে যুদ্ধ ক্ষেত্র এবং আলোচনার টেবিলে এই শক্তিশালী ইউক্রেনের জন্য লড়তে হবে। ”

জেলেনস্কি বলেন, ২০২৫ হতে পারে আমাদের ইউক্রেনের। আমরা জানি যে শান্তি আমাদের কাছে উপহার হিসাবে কেউ নিয়ে আসবে না; কিন্তু এই যুদ্ধকে শেষ করতে এবং রাশিয়াকে থামাতে আমরা সব কিছুই করব। যা আমাদের সবার প্রত্যাশা।  

এ মাসে ট্রাম্পের ক্ষমতা গ্রহনের আগে গত সোমবার বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য নতুনভাবে প্রায় ৬ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দেয়।

অন্যদিকে ট্রাম্প বলেছিল যে, তিনি নির্বাচিত হলে ইউক্রেন সমস্যার সমাধান ২৪ ঘন্টার মধ্যে করে ফেলবেন। এর ফলে ইউক্রেনীয়দের মনে এমন ভয়ের সঞ্চার হয়েছে যে, শান্তির বিনিময়ে তাদেরকে দখলকৃত ভূমির রাশিয়ান মালিকানা মেনে নিতে হবে।

জেলেনস্কি জাতির উদ্দেশ্যে তার ভাষণে আরো বলেছেন, আমার কোন সন্দেহ নেই যে, আমেরিকার নতুন প্রেসিডেন্ট শান্তি প্রতিষ্ঠায় সমর্থ হবেন এবং রাশিয়ার আগ্রাসনের শেষ হবে।    

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছরের শেষ ভাষণে রাশিয়ার সৈন্যদের সাহসিকতার প্রশংসা করেছেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
মোল্লাহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৩ 
ডা. তাহেরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
১০