বাসস
  ০৬ অক্টোবর ২০২৪, ২৩:৪২

জেমি ডিমন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পক্ষ নেননি : মুখপাত্র

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৪ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জেপিএম’র প্রধান নির্বাহী জেমি ডিমন তাকে সমর্থন দিয়েছেন মর্মে একটি মিথ্যা খবর প্রচার করেছেন। কিন্তু জেপিএম’র মুখপাত্র জো ইভাঞ্জেলিস্টি জেমি ডিমন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো পক্ষ নেননি বলে জানিয়েছেন।
নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্মে ডিমনের একটি ছবি পোস্ট করে  শিরোনাম দিয়েছেন : ‘নতুন: জেপিএম অরগান চেজের সিইও জেমি ডিমন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে সমর্থন করেছেন।’
স্থানীয় সময় ১৮ টায় ট্রাম্পের পোস্ট করা আইটেমটি অন্য একটি সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করতে দেখা যায়।
কিন্তু জেপিএম’র এক মুখপাত্র বলেন, জেমি ডিমন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো পক্ষ নেননি। 
জেপিএম অরগানের মুখপাত্র জো ইভাঞ্জেলিস্টি এএফপিকে একটি ইমেইলে জানান, ‘এই খবর মিথ্যা’। ‘জেমি কোনো প্রার্থীকে সমর্থন করেননি।’
ট্রাম্প আগস্টে সুপারস্টার গায়ক টেইলর সুইফট তার প্রেসিডেন্ট প্রচারণাকে সমর্থন করেছেন বলে মনে হয় এমন জাল ছবি শেয়ার করেছিলেন। 
কিন্তু সুইফট ট্রাম্পের প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। ১১ সেপ্টেম্বরের একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ট্রাম্পের শেয়ার করা বানানো ছবিগুলো ‘এআই সম্পর্কে আমার মধ্যে ভয় এবং ভুল তথ্য ছড়ানোর বিপদ জাগিয়ে তুলেছে।’
সুইফট বলেছেন, ‘ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার সহজ উপায় হল সত্যের সঙ্গে থাকা।’
ট্রুথ সোশ্যালে ডিমনের মিথ্যা সমর্থন নিয়ে পোস্ট করা ট্রাম্পের পোস্টটি স্থানীয় সময় ১৭ টায়ও দেখা যায়।