ইউক্রেনের সঙ্গে চুক্তি না করে পুতিন ‘রাশিয়াকে ধ্বংস করছেন’: ট্রাম্প

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৩:০৫

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করার জন্য কোনো চুক্তি না করে 'রাশিয়াকে ধ্বংস' করছেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ওভাল অফিসে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তার (পুতিনের) একটি চুক্তি করা উচিত। আমার মনে হয়, তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।’

‘আমি মনে করি, রাশিয়া বড় সমস্যায় পড়তে চলেছে।’

এই মন্তব্যগুলো পুতিনের প্রতি ট্রাম্পের অস্বাভাবিক সমালোচনামূলক অবস্থানকে নির্দেশ করে, তিনি অতীতে যার প্রশংসা করেছেন।

ট্রাম্প আরও বলেন, তিনি পুতিনের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন ‘আমি তার সাথে দারুণভাবে মিশেছি, আমি আশা করব তিনি একটি চুক্তি করতে চাইবেন।’

ট্রাম্প বলেন, ‘তিনি এত ভালো করছেন না যে জন্য তিনি রোমাঞ্চিত হতে পারেন। আমি বলতে চাইছি, তিনি সবকিছু গুলিয়ে ফেলেছেন, অথচ বেশিরভাগ মানুষ ভেবেছিলেন যে যুদ্ধ প্রায় এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।’ 

তিনি বলেন, রাশিয়ার অর্থনীতি মুদ্রাস্ফীতিসহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কাছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলা করার সময় শুরু হওয়া এই যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি করতে চেয়েছিলেন।

ট্রাম্প অতীতে বারবার ইউক্রেনীয় নেতার সমালোচনা করেছেন।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন। তার সহযোগীরা কিয়েভকে ছাড় দিতে বাধ্য করার জন্য মার্কিন সাহায্যের সদ্ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০