ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রোববার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাতাকিয়া এবং তারতুস প্রদেশ সফর করেছেন। এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সফর। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় এ তথ্য জানায়।
টেলিগ্রামে প্রেসিডেন্ট কার্যালয় জানায়, শারা তার সফরের সময় গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করেছেন।
প্রেসিডেন্ট কার্যালয় দুই প্রদেশের রাজধানী শহরে কয়েক ডজন লোকের সাথে শারা’র সাক্ষাতের ছবি প্রকাশ করেছে। ছবির মধ্যে কিছু ধর্মীয় নেতা রয়েছেন
রোববার দিনের শুরুতে, লাতাকিয়া প্রদেশের সরকারি টেলিগ্রাম চ্যানেল ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ শহরে জড়ো হয়েছিলেন। কেউ কেউ শারার গাড়িবহর অতিক্রম করার সময় ছবি তুলছে।
ডিসেম্বরে আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদ্রোহী আক্রমণের নেতৃত্ব দেয় শারা'র ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। গত মাসে তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়।
প্রতিবেশী তারতুস সংলগ্ন লাতাকিয়ায় আসাদের জন্ম। এখানে শিয়া মতাদর্শের আলাউই সম্প্রদায়ের এক বিশাল জনগোষ্ঠী বসবাস করে। আসাদের পরিবারও এই সম্প্রদায় ভুক্ত।
বহু-জাতি ও বহু-বিশ্বাসের মানুষের দেশ সিরিয়ায় আসাদ নিজেকে সংখ্যালঘুদের রক্ষক হিসেবে উপস্থাপন করতেন, অথচ তিনি মূলত আলাউই সম্প্রদায়ের তার অনুসারীদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেছিলেন। লাতাকিয়া এবং তারতুসে আসাদের মিত্র রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি রয়েছে।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থার মতে, আসাদের পতনের পর লাতাকিয়ায় সহিংসতা দেখা গেছে, যা এখন কিছুটা কমেছে। যদিও মাঝে মাঝে এখনও চেকপয়েন্টে আক্রমণ চালানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, প্রদেশে একটি নিরাপত্তা টহল দলের উপর হামলা হয়েছে এতে টহলদলের দুই সদস্য আহত এবং একজন মহিলা নিহত হয়েছেন।
ব্রিটেন-ভিত্তিক অবজারভেটরি আরো জানিয়েছে, লাতাকিয়ায় প্রাক্তন সরকারের সাথে যুক্ত বলে মনে করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা দেখা গেছে। তবে সম্প্রতি এই ধরনের ঘটনা কমেছে।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, এখনও লাতাকিয়ায় প্রাক্তন সরকারের হাজার হাজার কর্মকর্তা রয়েছেন, যারা নতুন কর্তৃপক্ষের সাথে যোগ দেননি।