মোস্তফা মোহসীন মন্টু’র দাফন সম্পন্ন : কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২৩:৫২
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু। ফাইল ছবি

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুকে বনানী কবরস্থানে তাঁর মায়ের সমাধিতে আজ বিকেলে সমাহিত করা হয়েছে।

এর আগে রোববার রাতে বাদ এ’শা ঢাকার কাটাবন জামে মসজিদে প্রথম জানাজা, আজ সকাল সাড়ে ৯ টায় কেরানীগঞ্জ নেকরোজবাগ খেলার মাঠে দ্বিতীয় জানাজা, বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে দুপুর ২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহ-সভাপতি কে এম হাবিব, ঐক্য ন্যাপ এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এস এম এ সবুর, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বাংলাদেশের সংবিধান প্রণেতা গণফোরাম এর প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য এডভোকেট এস এম আলতাফ হোসেন, সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক,  এডভোকেট সুরাইয়া বেগম, আব্দুল হাসিব চৌধুরী, শাহ নূরুজ্জামানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা গণফোরাম এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু রোববার বিকেল সাড়ে ৪টায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০