কুমিল্লায় উদ্যোক্তা ও নেতৃত্ব বিষয়ক সেমিনার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৫:৪৩
ছবি: বাসস

কুমিল্লা, ২২ আগস্ট ২০২৫ (বাসস): কুমিল্লায় ‘ইন্সপায়ারিং রুরাল ইয়ুথ থ্রো লিডারশিপ এন্ড এন্টারপ্রিনিউরশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ও ফিউচার মুরাদনগরের যৌথ উদ্যোগে আজ শুক্রবার সকালে শহরের একটি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফিউচার মুরাদনগরের প্রেসিডেন্ট নাসির উদ্দিনের সভাপতিত্বে সেসিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই প্রেসিডেন্ট ও ক্রোয়েশিয়ায় বাংলাদেশ কনস্যুলার কাজী শাহ মোজাক্কের আহমেদুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মারুফ মোস্তাকিম, ডিরেক্টর জায়েদ বিন জাফর, ডিরেক্টর জামিয়ুল ইসলাম বিশ্বাস, জেসিআই সদস্য সাঈদ মারুফ নাফিজ।

প্রধান অলোচকের বক্তব্যে কাজী শাহ মোজাক্কের আহমেদুল বলেন, নিজের কাজগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। নিজের দৈনন্দিন কাজ নিয়ে সমালোচনা করতে হবে, ভুল হলে পরের বার শুধরে নিতে হবে।

বিভিন্ন কমিউনিটির সঙ্গে বেশি বেশি মিশতে হবে। তাহলে বেশি বেশি শিখতে পারবেন। প্রতিটা সম্পর্ক হলো বিনিয়োগের ন্যায়। সম্পর্ক করেই অভিজ্ঞতা শেয়ার করা যায়, শেখা যায়।

শাহ মোজাক্কের বলেন, নেতৃত্ব হলো সক্ষমতা। মানুষকে প্রেষণা যোগানো, দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, কর্মীদের সঠিকভাবে পরিচালনা করা, পজিটিভ প্রভাব বিস্তার করার সক্ষমতা।

ফিউচার মুরাদনগরের সেক্রেটারি রবিউল আউয়াল টিপুর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন ফিউচার মুরাদনগরের সদস্য মহসিন ভুঁইয়া, অলি উদ্দিন, হাসান সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
১০