কুমিল্লায় উদ্যোক্তা ও নেতৃত্ব বিষয়ক সেমিনার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৫:৪৩
ছবি: বাসস

কুমিল্লা, ২২ আগস্ট ২০২৫ (বাসস): কুমিল্লায় ‘ইন্সপায়ারিং রুরাল ইয়ুথ থ্রো লিডারশিপ এন্ড এন্টারপ্রিনিউরশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ও ফিউচার মুরাদনগরের যৌথ উদ্যোগে আজ শুক্রবার সকালে শহরের একটি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফিউচার মুরাদনগরের প্রেসিডেন্ট নাসির উদ্দিনের সভাপতিত্বে সেসিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই প্রেসিডেন্ট ও ক্রোয়েশিয়ায় বাংলাদেশ কনস্যুলার কাজী শাহ মোজাক্কের আহমেদুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মারুফ মোস্তাকিম, ডিরেক্টর জায়েদ বিন জাফর, ডিরেক্টর জামিয়ুল ইসলাম বিশ্বাস, জেসিআই সদস্য সাঈদ মারুফ নাফিজ।

প্রধান অলোচকের বক্তব্যে কাজী শাহ মোজাক্কের আহমেদুল বলেন, নিজের কাজগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। নিজের দৈনন্দিন কাজ নিয়ে সমালোচনা করতে হবে, ভুল হলে পরের বার শুধরে নিতে হবে।

বিভিন্ন কমিউনিটির সঙ্গে বেশি বেশি মিশতে হবে। তাহলে বেশি বেশি শিখতে পারবেন। প্রতিটা সম্পর্ক হলো বিনিয়োগের ন্যায়। সম্পর্ক করেই অভিজ্ঞতা শেয়ার করা যায়, শেখা যায়।

শাহ মোজাক্কের বলেন, নেতৃত্ব হলো সক্ষমতা। মানুষকে প্রেষণা যোগানো, দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, কর্মীদের সঠিকভাবে পরিচালনা করা, পজিটিভ প্রভাব বিস্তার করার সক্ষমতা।

ফিউচার মুরাদনগরের সেক্রেটারি রবিউল আউয়াল টিপুর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন ফিউচার মুরাদনগরের সদস্য মহসিন ভুঁইয়া, অলি উদ্দিন, হাসান সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রিন্স হ্যারির আকস্মিক ইউক্রেন সফর
ম্যান ইউ ছাড়লেন ওনানা
টানা অনশনে অসুস্থ চবি’র ৪ শিক্ষার্থী হাসপাতালে
ইংল্যান্ড সিরিজ শেষ এনগিডির
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিশুশ্রম রোধে সবাইকে এগিয়ে আসতে হবে
পোল্যান্ডের ঘটনায় ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব
মুন্সীগঞ্জে সেফটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ
ডেনমার্ক ৯.১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে
প্রতি মাসে আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয় নওগাঁর মোমনিপুর হাটে
১০