নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:৩৩
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নে চীন সরকারের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। ছবি : বাসস

নীলফামারী, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : চীন সরকারের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার বিকেলে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর সরকারি জায়গা পরিদর্শন করেন তিনি।

এরপর তিনি নীলফামারী মেডিক্যাল কলেজের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পরিদর্শন শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে একটি কৃঞ্চচূড়া গাছের চারা রোপন করেন।

এসময় তিনি বলেন, ‘চীনের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য তিনটি জায়গার কথা আমাদেরকে বলা হয়েছে। জায়গা তিনটি আমি দেখে গেলাম। ফিরে যাওয়ার পর আমাদের সিদ্ধান্ত হবে। আমরা আমাদের মতামত দেব, আরো নতুন করে চীনারা আসবেন। কারণ, এটাতো ফেণ্ডশীপ হাসপাতাল, তারা ফিজিবিলিটি স্ট্যাডি করার জন্য আসবেন, তার পরে সিদ্ধান্ত হবে।’

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর জিম্মা হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ. এইচ. এম. সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪ দশমিক ৮৯ একর জমিতে চীন সরকারের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০