ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত ব্রিটেন : ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ আপডেট: : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে তিনি প্রয়োজনে ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত। প্যারিসে ইউরোপের নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসার কয়েক ঘণ্টা আগে তিনি এ কথা জানান। 

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানায়।

‘ডেইলি টেলিগ্রাফে’ এক নিবন্ধে কিয়ার স্টারমার লিখেছেন, তিনি ব্রিটিশ সেনা ও নারীদের ‘ক্ষতির মুখে’ ফেলার সিদ্ধান্তটি হালকাভাবে নেননি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আরো আগ্রাসন থেকে বিরত রাখতে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য।

লেবার পার্টির নেতা স্টারমার আরো লিখেছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যখন শেষ হবে, সেটা শুধু পুতিন পুনরায় আক্রমণ করার আগ পর্যন্ত একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলে হবে না।

এরআগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, কোনো শান্তি চুক্তি হলে তা বাস্তবায়নের অংশ হিসেবে ব্রিটেন সহায়তা করতে রাজি আছে। তিনি বলেছেন, প্রয়োজনে ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত ব্রিটেন।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার প্যারিসে একটি সম্মেলনে বসেছেন ইউরোপের দেশগুলোর নেতারা। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্কের নেতাদের সঙ্গে প্যারিসের বৈঠকে যোগ দেন স্টারমার। 

এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে সতর্ক বাণী দিয়ে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর উচিত নিজেদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে আরো উদ্যোগ নেওয়া।

উল্লেখ্য, মঙ্গলবার সৌদি আরবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে বৈঠক করবে আমেরিকা ও রাশিয়া। এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। যার ফলে, ইউরোপের নেতারা আশঙ্কা করছেন তিন বছরব্যাপী ইউক্রেন যুদ্ধ নিরসনের দরকষাকষিতে ইউরোপকে পাশ কাটানোর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০