সিরিয়ার দক্ষিণে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলের বিমান হামলা 

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৬

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণে অস্ত্র মজুতকৃত সামরিক স্থাপনা সমূহ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এলাকাটিকে সম্পূর্ণরূপে বেসামরিকীকরণের আহ্বানের জানানোর পর এসব হামলা চালানো হয়। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক ঘন্টা ধরে, আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) দক্ষিণ সিরিয়ায় কমান্ড সেন্টার ও অস্ত্র মজুতকারী একাধিক স্থানসহ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’ তবে, তারা হামলার সঠিক অবস্থান উল্লেখ করেনি।

বিবৃতিতে আরো বলা হয়, ‘সিরিয়ার দক্ষিণ অংশে সামরিক বাহিনী ও সম্পদের উপস্থিতি ইসরাইলের নাগরিকদের জন্য হুমকিস্বরূপ। ইসরাইল রাষ্ট্রের নাগরিকদের জন্য যেকোনো হুমকি দূর করার লক্ষ্যে আইডিএফ অভিযান চালিয়ে যাবে।’

একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে সিরিয়ার রাজধানীর দক্ষিণে দু’টি সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। এএফপির সংবাদদাতারা শহরের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছে এবং বিস্ফোরণের বিকট শব্দ শুনেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘ইসরাইলি বিমান দামেস্কের দক্ষিণ-পশ্চিমে একটি সামরিক ইউনিটের সদর দপ্তরে চারটি হামলা চালিয়েছে। একই সাথে, দারা প্রদেশে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে আরেকটি হামলা হয়েছে।’

পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো জানায়, দারা প্রদেশে হামলাটি গোলান ও ইসরাইলের উত্তরের বিশাল এলাকা উপেক্ষা করে কৌশলগত পাহাড়ি চূড়া তেল আল-হারায় আঘাত হানে।’

নেতানিয়াহু রোববার দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করবে হবে বলে হুঁশিয়ারি দেওয়ার পর সর্বশেষ হামলাটি চালানো হয়েছে, তিনি সতর্ক করে দিয়েছিলেন যে ইসরাইল তার ভূখণ্ডের কাছে নতুন সিরীয় ইসলামপন্থী সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না।

নেতানিয়াহু বলেন, ‘আমরা এইচটিএস (হায়াত তাহরির আল-শাম) সংগঠন বা নতুন সিরিয়ান সেনা বাহিনীকে দামেস্কের দক্ষিণে প্রবেশ করতে দেব না।’ হায়াত তাহরির আল-শাম দলটি ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের অভিযানের নেতৃত্ব দেয়।

তিনি কুনেইত্রা, দারা এবং সুওয়াইদা প্রদেশসহ সিরিয়ার দক্ষিণাঞ্চল সম্পূর্ণ বেসামরিকীকরণ করার দাবি করেন। 

আসাদকে ক্ষমতাচ্যুত করার দিনই ইসরাইল ঘোষণা করে যে তাদের সৈন্যরা জাতিসংঘ-প্রহরাধীন বাফার জোনে প্রবেশ করছে। অঞ্চলটি ১৯৭৪ সাল থেকে কৌশলগত গোলান হাইটসে ইসরাইলি ও সিরিয়ার বাহিনীকে পৃথক করে রেখেছে।

১৯৬৭ সালে এক যুদ্ধে ইসরাইল সিরিয়ার কাছ থেকে গোলান হাইটসের বেশিরভাগ অংশ দখল করে নেয়, পরে অঞ্চলটি সংযুক্ত করে নেয়, যা ছিল মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের অস্বীকৃত একটি পদক্ষেপ।

নেতানিয়াহু বলেন, ইসরাইলি বাহিনী ‘আমাদের সম্প্রদায়কে রক্ষা করতে এবং যেকোনো হুমকি প্রতিহত করতে অনির্দিষ্টকালের জন্য’ বাফার জোনে অবস্থান করবে।

২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় ইসরাইল সিরিয়ায় প্রধানত ইরাণের সঙ্গে সম্পর্কিত স্থানসমূহকে লক্ষ্যবস্তু করে শত শত হামলা চালিয়েছে। 

সিরিয়ায় দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার পর, ইসরাইল তাদেরকে শত্রুদের হাতে পড়া রোধ করার একটি প্রচেষ্টার যুক্তি দেখিয়ে সিরিয়ার সামরিক সম্পদের ওপর আরো কয়েক শত বিমান হামলা চালিয়েছে।

মঙ্গলবার সকালে, সিরিয়ার জাতীয় সংলাপ সম্মেলনে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুর ‘উস্কানিমূলক’ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। এক সমাপনী বিবৃতিতে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইলের যেকোনো ‘আগ্রাসন ও লঙ্ঘন’ বন্ধ করতে দেশটি ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। একই সংগে তারা ‘সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি অনুপ্রবেশের’ নিন্দা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০