সিরিয়ার লাতাকিয়া প্রদেশে অতর্কিত হামলায় ১ জন নিহত, আহত ২ : রিপোর্ট

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৩:৪৪

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : সানা বার্তা সংস্থা জানিয়েছে, সিরিয়ার লাতাকিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র সমর্থকদের অতর্কিত হামলায় সামরিক টহলের একজন সদস্য নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।

তিউনিস থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

বার্তা সংস্থা সানা-এর প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়ার সামরিক টহল দলটি আল-হাফা শহরের কাছে এই অতর্কিত হামলার মুখোমুখি হয়।

গত ৬ মার্চ, লাতাকিয়া, তারতুস এবং হোমস প্রদেশে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

সবচেয়ে ভয়াবহ লড়াই ঘটে জাবলেহে, যেখানে আসাদ পরিবারসহ ধর্মীয় সংখ্যালঘু আলাউইতদের আবাসস্থল।

কর্তৃপক্ষ তিনটি প্রদেশে সেনা ইউনিট এবং সাঁজোয়া যান পাঠিয়েছে এবং প্রধান শহরগুলোতে কারফিউ জারি করা হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে যে তারা উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা পরিবর্তনের পর দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সংঘর্ষ।

রুদাও নামে একটি কুর্দি টেলিভিশন চ্যানেলের মতে, বৃহস্পতিবার থেকে সিরিয়ার সরকারের বিশেষ ইউনিট এবং সাবেক প্রেসিডেন্টের সশস্ত্র সমর্থকদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে মোট ২২৯ জন নাগরিক নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০