সিরিয়ার লাতাকিয়া প্রদেশে অতর্কিত হামলায় ১ জন নিহত, আহত ২ : রিপোর্ট

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৩:৪৪

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : সানা বার্তা সংস্থা জানিয়েছে, সিরিয়ার লাতাকিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র সমর্থকদের অতর্কিত হামলায় সামরিক টহলের একজন সদস্য নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।

তিউনিস থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

বার্তা সংস্থা সানা-এর প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়ার সামরিক টহল দলটি আল-হাফা শহরের কাছে এই অতর্কিত হামলার মুখোমুখি হয়।

গত ৬ মার্চ, লাতাকিয়া, তারতুস এবং হোমস প্রদেশে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

সবচেয়ে ভয়াবহ লড়াই ঘটে জাবলেহে, যেখানে আসাদ পরিবারসহ ধর্মীয় সংখ্যালঘু আলাউইতদের আবাসস্থল।

কর্তৃপক্ষ তিনটি প্রদেশে সেনা ইউনিট এবং সাঁজোয়া যান পাঠিয়েছে এবং প্রধান শহরগুলোতে কারফিউ জারি করা হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে যে তারা উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা পরিবর্তনের পর দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সংঘর্ষ।

রুদাও নামে একটি কুর্দি টেলিভিশন চ্যানেলের মতে, বৃহস্পতিবার থেকে সিরিয়ার সরকারের বিশেষ ইউনিট এবং সাবেক প্রেসিডেন্টের সশস্ত্র সমর্থকদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে মোট ২২৯ জন নাগরিক নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০