ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’কে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে গুয়াতেমালা গতকাল প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে বিদেশি নির্বাসিতদের গ্রহণ করেছে।
গুয়াতেমালা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ সত্ত্বেও ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের গণহারে নির্বাসন অভিযান শুরু করেছে।
কিছু সংখ্যক অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বিদেশিদের গ্রহণ করতে ইচ্ছুক সরকারগুলোর সঙ্গেও চুক্তি করেছে।
গুয়াতেমালার অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশের ৫৬ জন নাগরিকের সঙ্গে হন্ডুরাসের তিন নাগরিকের প্রথম একটি দল এসে পৌঁছেছে।
তারা আরো জানায়, হন্ডুরাসের নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
গত বছর ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে ৫০৮টি ফ্লাইটে গুয়াতেমালার ৬১ হাজার ৬৮০ জন নাগরিককে নির্বাসিত করেছিল।