সিরিয়ার সদস্যপদ পুনর্বহাল করল ওআইসি

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২১:১৯

ঢাকা, ০৯ মার্চ, ২০২৫ (বাসস): ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এক দশকেরও বেশি সময় পর সিরিয়ান আরব রিপাবলিকের সদস্যপদ পুনর্বহাল করেছে।

ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএফএম সভাটি শুক্রবার ওআইসি সদরদপ্তর জেদ্দায় অনুষ্ঠিত হয়।

মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ঐতিহাসিক বলে অভিহিত করে একে স্বাগত জানান।

তিনি আরো বলেন, ‘এটি সিরিয়ার জনগণকে তাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করবে।’

তাহা বলেন, ওআইসি’তে সিরিয়ার সদস্যপদ দেশটিকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে রাজনৈতিক উত্তরণ সম্পন্ন করতে সাহায্য করবে- যা প্রতিষ্ঠান, আঞ্চলিক অখণ্ডতা ও রাষ্ট্রগুলোর মধ্যে মর্যাদা পুনরুদ্ধার নিশ্চিত করবে।

ওআইসি’র লক্ষ্য ও নীতিমালা বাস্তবায়ন এবং যৌথ ইসলামি কর্মকাণ্ড জোরদারে সিরিয়াকে পূর্ণ সহযোগিতা করতে তার প্রস্তুতির কথাও ব্যক্ত করেন তাহা।

২০১২ সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত হওয়ার ১৩ বছর পর দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তৎকালীন আসাদ সরকারের বাহিনী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন, বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল। 

আসাদ সরকারের পতন এবং সাবেক বিদ্রোহীদের ক্ষমতায় আসার তিন মাস পর এখন দেশটির ওআইসি সদস্যপদ পুনর্বহাল আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন সিরিয়ান কর্তৃপক্ষের প্রতি ক্রমবর্ধমান স্বীকৃতিরই বহিঃপ্রকাশ।

সিএফএম সভায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরাইলি আগ্রাসন নিয়েও আলোচনা করা হয়। 

সভায় ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলিদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
১০