আর্জেন্টিনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ২

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৩:৪৫

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : আর্জেন্টিনার কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং এখনও দুই তরুণী নিখোঁজ রয়েছে। ডুবুরিরা পানিতে ভেসে যাওয়া ওই দুই তরুণীর সন্ধান করছেন।

আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের দক্ষিণে অবস্থিত এবং দেশের অন্যতম বৃহত্তম এই বন্দর নগরীতে গত শুক্রবার কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিপাতের কারণে নগরীর ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণত এক বছরের সমান এই বৃষ্টিপাতের ফলে অসংখ্য পাড়া মহল্লা এবং রাস্তাঘাট দ্রুত পানিতে ডুবে গেছে। 

 রোববার এক সংবাদ সম্মেলনে মেয়র ফেদেরিকো সুসবিয়েলস বলেন, বন্যার ফলে ৪০০ মিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। 

তিনি এক্স-এ এক পোস্টে বলেন, বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি জানান।

ইতিমধ্যে, এক এবং পাঁচ বছর বয়সী দুই বোনের নিখোঁজ হওয়ার ঘটনা জাতিকে নাড়া দিয়েছে। রোববার কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে। 

প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে, নিখোঁজ মেয়েরা তাদের মায়ের সাথে একটি ভ্যানের ছাদে ছিল, ঠিক তখনই পানির ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়।

তিনি রেডিও মিটার আউটলেটকে বলেন, ডুবুরিরা সেই এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে, যেখানে এক মিটারেরও বেশি পানি রয়ে গেছে।

গত শুক্রবার ঝড়ের কারণে আশেপাশের উপকূলীয় এলাকার বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এক পর্যায়ে রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে যাওয়ার কারণে বাহিয়া ব্লাঙ্কোর নগর কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সরকার ১০ বিলিয়ন পেসোর জরুরি পুনর্গঠন সহায়তা অনুমোদন করেছেন।

বাহিয়া ব্লাঙ্কা অতীতে আবহাওয়া-সম্পর্কিত দুর্যোগের সম্মুখীন হয়েছে। যার মধ্যে রয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে একটি ঝড়ের আঘাতে ১৩ জন প্রাণ হারায়। এর ফলে ঘরবাড়ি ধসে পড়ে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০