ধর্মঘটে জার্মানিতে হাজারো ফ্লাইট বিপর্যয়

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস): শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেড ইউনিয়ন ভেরডির ধর্মঘটের কারণে সোমবার জার্মানিতে হাজারো ফ্লাইটের বিপর্যয় ঘটেছে।

জার্মান বিমানবন্দর সমিতি এডিভি জানিয়েছে, এই ধর্মঘটের কারণে প্রায় ৩ হাজার ৪শ’ ফ্লাইট ওঠানামা করেনি। এতে প্রায় ৫ লাখ যাত্রী ভোগান্তির শিকার হন।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জামার্নির ব্যস্ততম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে কোনো যাত্রী বিমানে চড়তে পারবে না বলে জানিয়েছে দেশটির বিমান পরিবহন কোম্পানি ফ্রাপোর্ট। জামার্নির দৈনিক পত্রিকা বিল্ডের মতে, এই বিঘ্নতা ‘নিশ্চিতভাবেই’ ট্রানজিট ভ্রমণকে ক্ষতিগ্রস্ত করবে।

ধর্মঘটের কারণে ব্রেমেন, কোলন, ডর্টমুন্ড, ডুয়েসেলডর্ফ, হামবুর্গ, হ্যানোভার, লিপজিগ, মিউনিখ ও স্টুটগার্ট বিমানবন্দরগুলো প্রভাবিত হয়েছে।

ভেরডি ইউনিয়ন শুক্রবার জানিয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বার্তা দিতে তারা সরকারি কর্মী ও গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা প্রদানকারী প্রায় ২৩ হাজার কর্মচারীকে ওয়াক আউট করার আহ্বান জানিয়েছে।

ইউনিয়নের ডেপুটি চেয়ার ক্রিস্টিন বেহলে বলেন, ‘এই ধর্মঘটের ফলে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, এরজন্য আমরা দুঃখিত। কিন্তু এই শিল্প কর্মকাণ্ডের চাপ ছাড়া, সমঝোতায় কোনো অগ্রগতি হবে না।’

ইউনিয়নের দাবিগুলোর মধ্যে রয়েছে- ৮ শতাংশ বেতন বৃদ্ধি অথবা প্রতি মাসে কমপক্ষে ৩৫০ ইউরো (৩৮০ মার্কিন ডলার) বেশি দিতে হবে এবং চাপপূর্ণ কাজের ক্ষেত্রে উচ্চ হারে বোনাস দিতে হবে।

ইউনিয়ন বলেছে, নিয়োগকর্তারা সরকারি কর্মীদের চলমান সম্মিলিত দর কষাকষির আলোচনায় এখনো কোনো প্রস্তাব দেননি এবং আমাদের ন্যায্য দাবি পূরণে কোনো আগ্রহ দেখাননি। যার কারণে আমরা এই সতর্কীকরণ ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
১০