মেক্সিকোতে পৃথক বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:৫০

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : গতকাল সোমবার মেক্সিকোতে দুটি পৃথক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে মেক্সিকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াক্সাকা রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে এক মহাসড়কে একটি বাস উল্টে ১৮ জন নিহত হয়েছেন এবং আরো ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়েছে, সান্তো ডোমিঙ্গো নারোর সম্প্রদায়ের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে।

মেক্সিকান গণমাধ্যম জানিয়েছে যে নিহতরা ক্ষমতাসীন বামপন্থী দলের সমর্থক ছিলেন। তারা রোববার মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নীতির বিরুদ্ধে আয়োজিত প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের একটি সমাবেশ থেকে ফিরছিলেন। 

অন্যদিকে, ডুরাঙ্গো রাজ্যের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরে মার্কিন রাজ্য টেক্সাস থেকে যাত্রী বহনকারী একটি ট্রাক্টর-ট্রেলার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। 

বাসে ভ্রমণকারী ২৪ জনের মধ্যে মাত্র ১০ জন জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। 

মেক্সিকোতে দ্রুত গতি, যানবাহন বা রাস্তার খারাপ অবস্থা এবং চালকের ক্লান্তির কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা।

একাধিক সূত্র অনুসারে, মেক্সিকোতে প্রতি বছর কমপক্ষে ১৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

কর্তৃপক্ষ বলেন, গত ৮ ফেব্রুয়ারি মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত হন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিবচরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
ইউক্রেন শান্তি আলোচনা : বন্দী বিনিময়ে অগ্রগতি, যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের ফাঁসি, তিনজন খালাস
বালু রপ্তানির সুযোগ রেখে চূড়ান্ত হচ্ছে বিধিমালা
জেরুজালেমে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, হামলাকারী নিহত : পুলিশ
ট্রাম্পের ট্যাক্স বিলে এআই নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান রাজ্যগুলোর
আফ্রিকায় বন্ধু খুঁজছে মধ্যপ্রাচ্যে ‘নিঃসঙ্গ’ ইরান
নির্বাচনের আগে দল ছেড়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন 
১০