ঝড়ে বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় ১ লাখ ২০ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৩:১৭

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : ঝড় ও বন্যা বিধ্বস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা ১ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় সংযোগ দেওয়ার জন্য মঙ্গলবার ইউটিলিটি সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নিয়েছে। সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেড শনিবার স্থল নিম্নচাপে পরিনত হওয়ার আগে পাঁচ দিন ধরে ৪০০ কিলোমিটার অঞ্চলে এটি তাণ্ডব চালায়। 

শুক্রবার, তীব্র আবহাওয়ার ভেতর ৬১ বছর বয়সী এক ব্যক্তি, সেতুর ওপর দিয়ে ফোর হুইল ড্রাইভ পিকআপ চালিয়ে যাওয়ার সময় প্লাবিত নদীতে ভেসে গেলে তার মৃত্যু হয়।

কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের উপকূলরেখা জুড়ে বাতাস ও বৃষ্টিপাতের প্রকোপ কমেছে, তবে দেশের বিভিন্ন অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালেও ১ লাখ ১৮ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে। আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী এনার্জেক্স জানিয়েছে, শুক্রবারের মধ্যে তাদের ৯৫ শতাংশ সংযোগ পুনরায় দেওয়ার লক্ষ্য রয়েছে।

সংস্থাটি হালনাগাদ তথ্যে বলেছে, আজ আবহাওয়া কাজের জন্য অনুকূল বলে মনে হওয়ায় দুই সহস্রাধিক কর্মী আবার মাঠে নেমেছেন। নেটওয়ার্কের বিচ্ছিন্ন অংশগুলো মূল্যায়ন করার জন্য আমাদের হেলিকপ্টার যাচ্ছে।

এনার্জেক্স আরো জানায়, জরুরি অবস্থার সময় কুইন্সল্যান্ডের ৪ লাখ ৫০ হাজারেরও বেশি প্রাঙ্গণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বিভ্রাটের একটি রেকর্ড।

এসেনশিয়াল এনার্জি জানায়, নিউ সাউথ ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চলে ৭ হাজার ৬শ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও বিদ্যুৎ বিহীন রয়েছে।

সংস্থাটি জানায়, ‘তীব্র বাতাস, ভারী বৃষ্টিপাত, পড়ে থাকা গাছ ও গাছপালার ধ্বংসাবশেষের ত্রুটি বিচ্যুতির ভেতর দিয়ে কাজ করার কারণে গ্রাহকদের দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ভোগান্তি পোহানোর আশঙ্কা রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে এক যুবক নিখোঁজ
আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করতে বাগদাদে আরব লীগের বৈঠক 
শিবচরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
ইউক্রেন শান্তি আলোচনা : বন্দী বিনিময়ে অগ্রগতি, যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের ফাঁসি, তিনজন খালাস
বালু রপ্তানির সুযোগ রেখে চূড়ান্ত হচ্ছে বিধিমালা
জেরুজালেমে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, হামলাকারী নিহত : পুলিশ
ট্রাম্পের ট্যাক্স বিলে এআই নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান রাজ্যগুলোর
১০