কুর্দিদের সাথে সিরিয়ার চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৫৭

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : মঙ্গলবার সিরিয়ার স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে সিরিয়ার জাতীয় সরকারের সাথে একীভূত করার ঘোষিত চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চুক্তিতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সরকারের সঙ্গে একীভূত করার কথা বলা আছে। এ বছরের শেষ নাগাদ ওই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন মার্কিন-মিত্র সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে সম্প্রতি ঘোষিত চুক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে বলে তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন। 

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার নতুন প্রশাসন ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো গত ডিসেম্বরে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করে দিয়ে পুরো দেশের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন।

গত সোমবার, সিরিয়ার প্রেসিডেন্ট কুর্দি-অধ্যুষিত এসডিএফ প্রধানের সাথে একটি চুক্তি ঘোষণা করেছেন, যাতে গত এক দশক ধরে সিরিয়ার উত্তর-পূর্বের বেশিরভাগ এলাকা শাসনকারী স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনকে জাতীয় সরকারের সাথে একীভূত করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য এসডিএফ-এর সাথে জোট বেঁধেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী মাসে চট্টগ্রাম-মোংলা রুটে কন্টেইনার জাহাজ চলাচল শুরু
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
১০